ইয়োব 29:13-24 পবিত্র বাইবেল (SBCL)

13. মরে যাŽেছ এমন লোকও আমাকে আশীর্বাদ করত;বিধবার অন্তরে আমি আনন্দের গান জাগাতাম।

14. সততা আমি কাপড়ের মত পরতাম,আর সততা আমাকে তার বশে রাখত;

15. আমি ছিলাম অন্ধদের চোখ আর খোঁড়াদের পা।

16. আমি অভাবীদের বাবার মত ছিলাম,আর অচেনাদের পক্ষে আমি তাদের বিচারের ভার নিতাম।

17. আমি দুষ্টদের চোয়াল ভেংগে দিতামআর তাদের মুখ থেকে শিকার কেড়ে নিতাম।

18. “আমি ভাবতাম আমার আপন লোকদের মধ্যে আমি মারা যাব,বালুকণার মতই আমার দিনগুলো অসংখ্য হবে;

19. ভাবতাম আমার শিকড় জলে গিয়ে পৌঁছাবে,আমার ডালপালার উপরে সারা রাত ধরে শিশির পড়বে;

20. ভাবতাম লোকদের কাছে আমার সম্মান ্নান হবে না,আমার যৌবন-শক্তি সব সময় নতুন থাকবে।

21. “লোকে আমার কথা শুনবার জন্য অপেক্ষা করত,আমার পরামর্শের জন্য নীরব থাকত।

22. আমার কথার পরে তারা আর কথা বলত না;আমি তাদের কাছে নরমভাবে কথা বলতাম।

23. বৃষ্টির জন্য যেমন লোকে অপেক্ষা করেতেমনি তারা আমার কথার জন্য অপেক্ষা করত;বসন্তকালের বৃষ্টির মতই তারা আমার কথা গ্রহণ করত।

24. আমি সাধারণ লোকদের দিকে তাকিয়ে হাসলে তারা আশ্চর্য হত;আমার হাসি তারা মনে গেঁথে রেখে আশায় বুক বাঁধত।

ইয়োব 29