ইয়োব 29:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. তারপর ইয়োব আরও বললেন,

2. “আহা, ঈশ্বর যখন আমার দেখাশোনা করতেনতখনকার মাস ও দিনগুলো যদি আমি ফিরে পেতাম!

3. আমার মাথার উপর তখন তাঁর বাতি জ্বলত,আর তাঁর আলোতে আমি অন্ধকারের মধ্যে চলাফেরা করতাম।

4. আমার সেই সফলতার দিনগুলোতেঈশ্বর তাঁর ঘনিষ্ঠ বন্ধুভাব দিয়ে আমার তাম্বুকে আশীর্বাদ করতেন।

ইয়োব 29