4. ততদিন আমার মুখ অন্যায় কথা বলবে না,আমার জিভ্ ছলনার কথা বলবে না।
5. তোমাদের কথা যে ঠিক তা কখনও আমি মেনে নেব না;আমার মরণ দিন পর্যন্ত আমি বলব যে, আমি সত্যি কথা বলেছি।
6. আমি যে নির্দোষ সেই দাবি আমি ছাড়ব না, বলতেই থাকব।আমি যতদিন বাঁচব ততদিন আমার বিবেকআমাকে দোষী করবে না।