ইয়োব 26:6-11 পবিত্র বাইবেল (SBCL)

6. ঈশ্বরের সামনে মৃতস্থান ঢাকা নেই;ধ্বংসের স্থান খোলাই রয়েছে।

7. তিনি শূন্যে উত্তরের আকাশ বিছিয়ে দিয়েছেন;শূন্যের মধ্যে পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।

8. তাঁর মেঘের মধ্যে তিনি জল আট্‌কে রাখেন,কিন্তু তার ভারে মেঘ ফেটে যায় না।

9. তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে দেন,তার উপরে তাঁর মেঘ বিছিয়ে দেন।

10. আলো ও অন্ধকার যেখানে গিয়ে মিলিত হয়সেখানে তিনি আকাশ ও সাগরের মধ্যে সীমানা টেনেছেন।

11. আকাশের থামগুলো কেঁপে ওঠে,তাঁর বকুনিতে সেগুলো চম্‌কে ওঠে।

ইয়োব 26