1. তখন উত্তরে ইয়োব বললেন,
2. “তুমি শক্তিহীনকে এ কেমন সাহায্য করলেআর দুর্বলকে এ কেমন রক্ষা করলে?
3. জ্ঞানহীনকে এ কেমন পরামর্শ দিলেআর মহাজ্ঞান প্রকাশ করলে?
4. তুমি কার সাহায্যে এই সব কথা বলছ?কার কথা তোমার মুখ থেকে বের হয়ে এসেছে?
5. “মৃত লোকেরা ভয়ে ভীষণ কাঁপছে;তারা কাঁপছে জলের নীচে আর জলে বাসকারীদের নীচে।
6. ঈশ্বরের সামনে মৃতস্থান ঢাকা নেই;ধ্বংসের স্থান খোলাই রয়েছে।
7. তিনি শূন্যে উত্তরের আকাশ বিছিয়ে দিয়েছেন;শূন্যের মধ্যে পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।