1. তখন শূহীয় বিল্দদ উত্তরে বললেন,
2. “রাজ্য ঈশ্বরেরই,ভক্তিপর্ণ ভয় তাঁরই পাওনা;স্বর্গের উঁচু জায়গায় তিনি শান্তি স্থাপন করেন।
3. তাঁর সৈন্যদল কি গোণা যায়?তাঁর আলো কার উপরে না ওঠে?
4. তাহলে ঈশ্বরের কাছে মানুষ কি নির্দোষ হতে পারে?স্ত্রীলোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কি খাঁটি হতে পারে?