4. তারা পথ থেকে অভাবীদের তাড়িয়ে দেয়;তাদের দর€ন দেশের সব গরীবেরা লুকিয়ে থাকে।
5. গরীবেরা মর€ভূমির বুনো গাধার মত খাবারের খোঁজ করে;মর€-এলাকা তাদের ছেলেমেয়েদের খাবার যোগায়।
6. তারা মাঠে গিয়ে পশুদের খাবার নিজেদের জন্য যোগাড় করেআর দুষ্টদের আংগুর ক্ষেত থেকে পড়ে থাকা আংগুর কুড়ায়।
7. কাপড়ের অভাবে তারা উলংগ হয়ে রাত কাটায়;শীতকালে গায়ে দেবার জন্য তাদের কিছুই থাকে না।
8. তারা পাহাড়ী বৃষ্টিতে ভেজেআর আশ্রয়ের অভাবে পাথরের কাছে জড়সড় হয়।