ইয়োব 24:3-12 পবিত্র বাইবেল (SBCL)

3. তারা অনাথদের গাধা নিয়ে যায়আর বিধবার গর€ বন্ধক রাখে।

4. তারা পথ থেকে অভাবীদের তাড়িয়ে দেয়;তাদের দর€ন দেশের সব গরীবেরা লুকিয়ে থাকে।

5. গরীবেরা মর€ভূমির বুনো গাধার মত খাবারের খোঁজ করে;মর€-এলাকা তাদের ছেলেমেয়েদের খাবার যোগায়।

6. তারা মাঠে গিয়ে পশুদের খাবার নিজেদের জন্য যোগাড় করেআর দুষ্টদের আংগুর ক্ষেত থেকে পড়ে থাকা আংগুর কুড়ায়।

7. কাপড়ের অভাবে তারা উলংগ হয়ে রাত কাটায়;শীতকালে গায়ে দেবার জন্য তাদের কিছুই থাকে না।

8. তারা পাহাড়ী বৃষ্টিতে ভেজেআর আশ্রয়ের অভাবে পাথরের কাছে জড়সড় হয়।

9. অনাথ শিশুকে সেই দুষ্টেরা মায়ের বুক থেকে কেড়ে নেয়আর ঋণের জন্য গরীবের সন্তানকে বন্ধক রাখে।

10. কাপড়ের অভাবে গরীবেরা উলংগ হয়ে ঘুরে বেড়ায়;তারা খিদে নিয়েই শস্যের আঁটি বহন করে।

11. তারা বাগানে জাঁতা দিয়ে জলপাইয়ের তেল বের করে;তারা পিপাসা নিয়ে আংগুর মাড়াই করে।

12. শহরের মধ্যে মানুষের কোঁকানি শোনা যায়,আহত লোকেরা সাহায্যের জন্য চিৎকার করে;কিন্তু ঈশ্বর তাদের কান্নায় মনোযোগ দেন না।

ইয়োব 24