ইয়োব 24:23-25 পবিত্র বাইবেল (SBCL)

23. তিনি দুষ্টদের নিরাপদে বিশ্রাম দিতে পারেন,কিন্তু তাঁর চোখ থাকে তাদের পথের দিকে।

24. কিছু সময়ের জন্য তাদের উন্নতি হয়, তারপর তারা আর থাকে না।তাদের নীচু করা হয়, ঘাসের মত তারা ্নান হয়ে যায়,আর শস্যের শীষের মতই তারা শুকিয়ে যায়।

25. যদি তা না-ই হয় তবে কে আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারবে?আমার কথা যে সত্যি নয় তা কে বলতে পারবে?”

ইয়োব 24