19. গরম আর খরা যেমন বরফ-গলা জল গ্রাস করে,মৃতস্থানও তেমনি করে পাপীদের গ্রাস করে।
20. মা তাদের ভুলে যায়,পোকারা তাদের দেহ খেয়ে ফেলে;মন্দ লোকদের কেউ মনে রাখে না,তারা গাছের মত ভেংগে পড়ে।
21. তারা বন্ধ্যা স্ত্রীলোককে গ্রাস করেআর বিধবাদের দয়া করে না।
22. কিন্তু ঈশ্বর তাঁর শক্তিতে সেই বলবানদের টেনে নামান;তারা প্রতিষ্ঠিত হলেও তাদের জীবনের নিশ্চয়তা নেই।
23. তিনি দুষ্টদের নিরাপদে বিশ্রাম দিতে পারেন,কিন্তু তাঁর চোখ থাকে তাদের পথের দিকে।
24. কিছু সময়ের জন্য তাদের উন্নতি হয়, তারপর তারা আর থাকে না।তাদের নীচু করা হয়, ঘাসের মত তারা ্নান হয়ে যায়,আর শস্যের শীষের মতই তারা শুকিয়ে যায়।
25. যদি তা না-ই হয় তবে কে আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারবে?আমার কথা যে সত্যি নয় তা কে বলতে পারবে?”