ইয়োব 24:11-24 পবিত্র বাইবেল (SBCL)

11. তারা বাগানে জাঁতা দিয়ে জলপাইয়ের তেল বের করে;তারা পিপাসা নিয়ে আংগুর মাড়াই করে।

12. শহরের মধ্যে মানুষের কোঁকানি শোনা যায়,আহত লোকেরা সাহায্যের জন্য চিৎকার করে;কিন্তু ঈশ্বর তাদের কান্নায় মনোযোগ দেন না।

13. “অনেকে আলোর বির€দ্ধে বিদ্রোহ করে;তারা আলো সম্বন্ধে জানে নাকিম্বা তার পথেও থাকে না।

14. খুনী খুব ভোরে উঠে গরীব আর অভাবীদের মেরে ফেলে,আর রাতের বেলায় সে চোর হয়ে চুরি করে।

15. ব্যভিচারীর চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে;সে তার মুখ ঢেকে রেখে ভাবেকারও চোখ তার উপর পড়বে না।

16. অন্ধকার হলে লোকে ঘরে সিঁধ কাটে,কিন্তু দিনের বেলায় তারা লুকিয়ে থাকে;আলোর সংগে তাদের কোন সমপর্ক থাকে না।

17. তাদের জন্য সকালবেলা গাঢ় অন্ধকারের মত;অন্ধকারের ভয়ংকরতার সংগে তাদের বন্ধুত্ব আছে।

18. “তারা জলের উপরকার ফেনার মত;তাদের ভাগের জমি অভিশপ্ত,কাজেই তারা কেউ আংগুর ক্ষেতে যায় না।

19. গরম আর খরা যেমন বরফ-গলা জল গ্রাস করে,মৃতস্থানও তেমনি করে পাপীদের গ্রাস করে।

20. মা তাদের ভুলে যায়,পোকারা তাদের দেহ খেয়ে ফেলে;মন্দ লোকদের কেউ মনে রাখে না,তারা গাছের মত ভেংগে পড়ে।

21. তারা বন্ধ্যা স্ত্রীলোককে গ্রাস করেআর বিধবাদের দয়া করে না।

22. কিন্তু ঈশ্বর তাঁর শক্তিতে সেই বলবানদের টেনে নামান;তারা প্রতিষ্ঠিত হলেও তাদের জীবনের নিশ্চয়তা নেই।

23. তিনি দুষ্টদের নিরাপদে বিশ্রাম দিতে পারেন,কিন্তু তাঁর চোখ থাকে তাদের পথের দিকে।

24. কিছু সময়ের জন্য তাদের উন্নতি হয়, তারপর তারা আর থাকে না।তাদের নীচু করা হয়, ঘাসের মত তারা ্নান হয়ে যায়,আর শস্যের শীষের মতই তারা শুকিয়ে যায়।

ইয়োব 24