12. তাঁর আদেশ থেকে আমি সরে আসি নি;আমার প্রয়োজনীয় খাবারের চেয়েও তাঁর মুখের কথারআমি বেশী মূল্য দিয়েছি।
13. কিন্তু তিনি সব কিছুতে স্থির থাকেন,কেউ তাঁকে বাধা দিতে পারে না;তাঁর যা খুশী তিনি তা-ই করেন।
14. তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা-ই করেন;ঐ রকম অনেক পরিকল্পনা তাঁর এখনও জমা রয়েছে।