ইয়োব 22:5-11 পবিত্র বাইবেল (SBCL)

5. তোমার মন্দতা কি অনেক নয়?তোমার পাপেরও তো সীমা নেই।

6. তুমি অকারণে তোমার ভাইদের কাছ থেকে বন্ধক নিতে;তুমি লোকদের কাপড় খুলে নিয়ে তাদের উলংগ রাখতে।

7. তুমি ক্লান্তদের জল খেতে দিতে না;যাদের খিদে আছে তাদের খাবার দিতে না।

8. কেবল শক্তিশালী লোকদেরই জমাজমি আছে,কেবল সম্মানিত লোকেরাই সেখানে বাস করে;

9. তবুও তুমি বিধবাদের খালি হাতে বিদায় করতেআর অনাথদের অধিকার কেড়ে নিতে।

10. সেজন্যই তোমার চারপাশে ফাঁদ পাতা রয়েছে,হঠাৎ বিপদ এসে তোমাকে ভয় দেখাচ্ছে,

11. এত অন্ধকার হয়েছে যে, তুমি দেখতে পাচ্ছ না,আর বন্যার জল তোমাকে ঢেকে ফেলেছে।

ইয়োব 22