24. তোমার সোনার টুকরাগুলো ধুলায় ফেলে দাও,আর তোমার ওফীরের সোনা খাদের পাথরগুলোর মধ্যে ফেলে দাও,
25. তাহলে সর্বশক্তিমানই তোমার সোনা হবেন,তিনিই হবেন তোমার সবচেয়ে ভাল রূপা।
26. তখন সত্যিই তুমি সর্বশক্তিমানকে নিয়ে আনন্দ করবেআর তোমার মুখ ঈশ্বরের দিকে তুলবে।
27. তুমি তাঁর কাছে প্রার্থনা করলে তিনি তা শুনবেন,আর তুমি তোমার সব মানত পূরণ করবে।