ইয়োব 22:19-29 পবিত্র বাইবেল (SBCL)

19. তাদের ধ্বংস দেখে সৎ লোকেরা আনন্দ করে;নির্দোষেরা তাদের ঠাট্টা করে বলে,

20. ‘আমাদের শত্র€রা সত্যিই ধ্বংস হয়ে গেছে,তাদের ধন-সম্পদ আগুনে গ্রাস করেছে।’

21. “তুমি ঈশ্বরের কথায় রাজী হও,তাঁর বিরুদ্ধে শত্র€ভাব রেখো না;তাহলে তোমার মংগল হবে।

22. তাঁর মুখ থেকে উপদেশ গ্রহণ কর,আর তাঁর বাক্য তোমার অন্তরে রাখ।

23. যদি তুমি সর্বশক্তিমানের কাছে ফিরে যাও,তবে তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।যদি তোমার তাম্বু থেকে দুষ্টতা দূর কর,

24. তোমার সোনার টুকরাগুলো ধুলায় ফেলে দাও,আর তোমার ওফীরের সোনা খাদের পাথরগুলোর মধ্যে ফেলে দাও,

25. তাহলে সর্বশক্তিমানই তোমার সোনা হবেন,তিনিই হবেন তোমার সবচেয়ে ভাল রূপা।

26. তখন সত্যিই তুমি সর্বশক্তিমানকে নিয়ে আনন্দ করবেআর তোমার মুখ ঈশ্বরের দিকে তুলবে।

27. তুমি তাঁর কাছে প্রার্থনা করলে তিনি তা শুনবেন,আর তুমি তোমার সব মানত পূরণ করবে।

28. তুমি যা মনে স্থির করবে তা তোমার জন্য করা হবে,আর তোমার পথের উপর আলো পড়বে।

29. যখন তোমাকে নত করা হবে তখন তুমি বলবে,‘আমার অহংকারের জন্যই তা হয়েছে’তোমার নম্রতার জন্যই ঈশ্বর তোমাকে উদ্ধার করবেন।

ইয়োব 22