1. তখন তৈমনীয় ইলীফস উত্তরে বললেন,
2. “মানুষ কি ঈশ্বরের উপকার করতে পারে?এমন কি, জ্ঞানী লোক তা করতে পারে?
3. তুমি সৎ হলে কি সর্বশক্তিমান সুখী হবেন?তুমি নির্দোষ হলে কি তাঁর লাভ হবে?
4. ঈশ্বরভক্তির জন্য কি তিনি তোমাকে বকুনি দিচ্ছেন?সেইজন্য কি তিনি তোমার বিরুদ্ধে বিচার বসিয়েছেন?
5. তোমার মন্দতা কি অনেক নয়?তোমার পাপেরও তো সীমা নেই।
6. তুমি অকারণে তোমার ভাইদের কাছ থেকে বন্ধক নিতে;তুমি লোকদের কাপড় খুলে নিয়ে তাদের উলংগ রাখতে।
17-18. যদিও ভাল ভাল জিনিষ দিয়ে তিনিই তাদের বাড়ী পূর্ণ করেছেন,তবুও তারা ঈশ্বরকে বলেছিল, ‘তুমি দূর হও।সর্বশক্তিমান আমাদের কি করতে পারবে?’কিন্তু আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।