31. তার স্বভাবের কথা কে তার মুখের উপর বলবে?সে যা করেছে তার ফল কে তাকে দেবে?
32-33. যখন তাকে কবরে বয়ে নেওয়া হবেতখন সমস লোক তার পিছনে চলবে,আর অসংখ্য লোকের ভিড় তার আগে আগে যাবে।তার কবরটা পাহারা দেওয়া হবে;উপত্যকার মাটিও তাকে কোন কষ্ট দেবে না।
34. কাজেই তোমাদের এই অর্থহীন কথা দিয়েকেমন করে তোমরা আমাকে সান্ত্বনা দিতে পারবে?তোমাদের উত্তরে মিথ্যা ছাড়া তো আর কিছুই নেই।”