18. কতবার তারা বাতাসের মুখে খড়ের মত হয়আর ঝড়ের মুখে উড়ে যাওয়া তুষের মত হয়?
19. লোকে বলে, ‘একজন লোকের শাস্তি ঈশ্বর তার সন্তানদের জন্যজমা করে রাখেন।’কিন্তু ঈশ্বর যেন সেই লোককেই শাস্তি দেনযাতে সে তার দোষ বুঝতে পারে।
20. সে নিজের চোখেই নিজের ধ্বংস দেখুক;সে সর্বশক্তিমানের ক্রোধ পান করুক।
21. তার আয়ু যখন শেষ হয়ে যাবেতখন কি সে তার ফেলে যাওয়া পরিবারের জন্য ভাববে?