17. “আসলে কি দুষ্টদের বাতি নিভে যায়?কতবারই বা তাদের উপর বিপদ আসে?কতবার ঈশ্বর ক্রোধে তাদের শাস্তি দেন?
18. কতবার তারা বাতাসের মুখে খড়ের মত হয়আর ঝড়ের মুখে উড়ে যাওয়া তুষের মত হয়?
19. লোকে বলে, ‘একজন লোকের শাস্তি ঈশ্বর তার সন্তানদের জন্যজমা করে রাখেন।’কিন্তু ঈশ্বর যেন সেই লোককেই শাস্তি দেনযাতে সে তার দোষ বুঝতে পারে।
20. সে নিজের চোখেই নিজের ধ্বংস দেখুক;সে সর্বশক্তিমানের ক্রোধ পান করুক।
21. তার আয়ু যখন শেষ হয়ে যাবেতখন কি সে তার ফেলে যাওয়া পরিবারের জন্য ভাববে?
22. “কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিতে পারে?তিনি তো স্বর্গদূতদেরও বিচার করেন।
23. কেউ পরিপূর্ণ শক্তি, শান্তি ও আরামে থেকে মারা যায়;
24. তার দেহ পুষ্ট হয় ও হাড়ে যথেষ্ট মজ্জা থাকে।