ইয়োব 20:6-10 পবিত্র বাইবেল (SBCL)

6. তার সম্মান যদিও আকাশ পর্যন্ত পৌঁছায়আর মাথা আকাশ ছোঁয়,

7. তবুও সে নিজের পায়খানার মত চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।যারা তাকে দেখেছে তারা বলবে, ‘কোথায় গেল সে?’

8. স্বপ্নের মত সে মিলিয়ে যাবে, তাকে আর পাওয়া যাবে না;রাতের দর্শনের মত সে অদৃশ্য হয়ে যাবে।

9. যারা তাকে দেখত তারা আর তাকে দেখবে না;তার বাসস্থানও আর তাকে দেখবে না।

10. গরীবদের ক্ষতিপূরণ তার ছেলেমেয়েদেরই করতে হবে;তাকে নিজের হাতে তার ধন-সম্পদ ফিরিয়ে দিতে হবে।

ইয়োব 20