10. গরীবদের ক্ষতিপূরণ তার ছেলেমেয়েদেরই করতে হবে;তাকে নিজের হাতে তার ধন-সম্পদ ফিরিয়ে দিতে হবে।
11. যৌবনের শক্তিতে পরিপূর্ণ তার হাড়গুলোতার সংগে ধুলায় শুয়ে থাকবে।
12. “মন্দ যদিও তার মুখে মিষ্টি লাগেআর সে জিভের নীচে তা লুকিয়ে রাখে,
13. যদিও সে তা ত্যাগ করতে না চেয়েমুখের মধ্যে রেখে দেয়,
14. তবুও সেই খাবার তার পেটে গিয়ে টক হয়ে যাবে;তার মধ্যে তা সাপের বিষের মত হবে।
15. যে ধন-সম্পদ সে গিলেছিল তা সে বমি করে ফেলে দেবে;ঈশ্বর তার পেট থেকে তা বের করে ফেলবেন।
16. সে সাপের বিষ চুষবে;সাপ তাঁর বিষাক্ত কামড়ে তাকে মেরে ফেলবে।
17. দই আর মধুর স্রোত সে আর দেখতে পাবে না।