15. আমার অতিথি ও দাসীরা আমাকে যেন চেনেই না;তারা আমাকে বিদেশী হিসাবে দেখে।
16. আমার দাসকে ডাকলে সে সাড়া দেয় না,নিজের মুখে মিনতি করলেও উত্তর দেয় না।
17. আমার স্ত্রী আমার নিঃশ্বাস ঘৃণা করে;আমার নিজের ভাইয়েরাও আমাকে জঘন্য মনে করে।
18. এমন কি, ছোট ছেলেমেয়েরাও আমাকে ঘৃণা করে;আমি উঠে দাঁড়ালেই তারা আমাকে ঠাট্টা-তামাশা করে।
19. আমার সব ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে ঘৃণা করে;আমি যাদের ভালবাসি তারা আমার বির€দ্ধে উঠেছে।
20. আমি এখন হাড়-চামড়া ছাড়া আর কিছু নই,কেবল প্রাণে বেঁচে আছি।
21. হে আমার বন্ধুরা, আমার ব্যথার ব্যথী হও,কারণ ঈশ্বরের হাত আমাকে আঘাত করেছে।
22. ঈশ্বরের মত করে কেন তোমরা আমার পিছনে তাড়া করছ?তোমরা কি আমাকে কষ্ট দেওয়া থামাবে না?
23. “হায়, আমার সব কথা যদি লেখা হত!সেগুলো যদি বইয়ের পাতায় থাকত!
24. যদি পাথরের ফলকে লোহার যন্ত্র ও সীসা দিয়েচিরকালের জন্য তা খোদাই করা থাকত!