11. আমার বিরুদ্ধে তাঁর ক্রোধ জ্বলছে;তাঁর শত্রুদের একজন বলে তিনি আমাকে মনে করেন।
12. তাঁর সৈন্যেরা দল বেঁধে এগিয়ে আসছে;আক্রমণের জন্য তারা আমার বিরুদ্ধে দেয়াল পার হবার রাস্তা তৈরী করেছে,আমার তাম্বুর চারপাশে ঘেরাও করেছে।
13. “তিনি আমার কাছ থেকে আমার ভাইদের আলাদা করে দিয়েছেন;আমার চেনা লোকেরা অচেনার মত ব্যবহার করে।
14. আমার আত্মীয়েরা চলে গেছে;আমার বন্ধুরা আমাকে ভুলে গেছে।
15. আমার অতিথি ও দাসীরা আমাকে যেন চেনেই না;তারা আমাকে বিদেশী হিসাবে দেখে।
16. আমার দাসকে ডাকলে সে সাড়া দেয় না,নিজের মুখে মিনতি করলেও উত্তর দেয় না।
17. আমার স্ত্রী আমার নিঃশ্বাস ঘৃণা করে;আমার নিজের ভাইয়েরাও আমাকে জঘন্য মনে করে।
18. এমন কি, ছোট ছেলেমেয়েরাও আমাকে ঘৃণা করে;আমি উঠে দাঁড়ালেই তারা আমাকে ঠাট্টা-তামাশা করে।
19. আমার সব ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে ঘৃণা করে;আমি যাদের ভালবাসি তারা আমার বির€দ্ধে উঠেছে।