4. তুমি তো রাগে নিজেকে টুকরা টুকরা করছ;তোমার জন্য কি পৃথিবী ত্যাগ করতে হবে?নাকি পাহাড়কে তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে?
5. “দুষ্টের বাতি নিভিয়ে ফেলা হবে;তার আগুনের শিখা জ্বলবে না।
6. তার তাম্বুর মধ্যে আলো অন্ধকার হবে;তার কাছে রাখা বাতি নিভে যাবে।
7. তার চলবার শক্তি দুর্বল হবে;তার দেওয়া পরামর্শই তাকে নীচে ফেলে দেবে।
8. তার পা-ই তাকে জালের মধ্যে ঠেলে ফেলবে;সে সেই জালের মধ্যে পা দেবে।
9. তার পায়ের গোড়ালী ফাঁদে পড়বে,আর ফাঁদ তাকে আটকে রাখবে।
10. তার জন্য মাটিতে ফাঁস লুকানো থাকবে;তার পথে ফাঁদ পাতা থাকবে।
11. ভয় তার চারপাশে থাকবে;তার প্রতিটি ধাপে তা তার পিছু নেবে।
12. বিপদ তার জন্য হা করে আছে;সে পড়ে গেলেই ধ্বংস তার জন্য প্রস্তুত হয়ে আছে।
13. তা তার দেহের চামড়া খেয়ে ফেলবে;মৃত্যুর প্রথম সন্তান তার গোটা দেহটাই গিলে ফেলবে।
14. তার তাম্বুর নিরাপদ অবস্থা থেকে তাকে উপ্ড়ে ফেলা হবে;তাকে নিয়ে যাওয়া হবে ভয়-রাজার কাছে।
15. তার তাম্বুতে তার নিজের কিছুই থাকবে না;তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হবে।
16. নীচে তার শিকড় শুকিয়ে যাবেআর উপরে তার ডালপালা মরে যাবে।
17. পৃথিবী থেকে তার স্মৃতি মুছে যাবে;দেশে তার নাম থাকবে না।
18. তাকে আলো থেকে অন্ধকারে দূর করা হবে;জগৎ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে।
19. নিজের জাতির মধ্যে তার কোন বংশধর থাকবে না;সে যেখানে থাকত সেখানে আর কেউ থাকবে না।
20. পশ্চিম দেশের লোকেরা তার দুর্ভাগ্য দেখে অবাক হবে,আর পূর্বদেশের লোকদের ভীষণ ভয় ধরে যাবে।
21. দুষ্ট লোকের বাসস্থান সত্যিই এই রকম হবে;যে ঈশ্বরকে জানে না তার দশা এই রকমই হবে।”