1. তখন শূহীয় বিল্দদ উত্তরে বললেন,
2. “তোমার এই সব কথা বলা কখন শেষ হবে?তুমি ঠিকভাবে চিন্তা কর, তাহলে আমরা কথা বলতে পারব।
3. আমাদের কেন পশুর মত মনে করছ?তোমার চোখে কেন আমরা বুদ্ধিহীন হয়েছি?
4. তুমি তো রাগে নিজেকে টুকরা টুকরা করছ;তোমার জন্য কি পৃথিবী ত্যাগ করতে হবে?নাকি পাহাড়কে তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে?