7. আমার চোখ দুঃখে নিস্তেজ হয়ে এসেছে;আমার গোটা দেহটা ছায়ার মত হয়েছে।
8. এতে সৎ লোকেরা খুব অবাক হবে,আর নির্দোষেরা ঈশ্বরের প্রতি ভক্তিহীনদের বিরুদ্ধে জেগে উঠবে;
9. কিন্তু খাঁটি লোকেরা তাদের পথে এগিয়ে যাবে,আর যাদের হাত শুচি তারা দিনে দিনে শক্তিশালী হবে।
10. “বেশ, তোমরা সবাই এসে আবার চেষ্টা কর।আমি তোমাদের মধ্যে কাউকেই জ্ঞানী দেখি না।
11. আমার আয়ু প্রায় শেষ হয়েছে,আমার সব পরিকল্পনা বিফল হয়েছে,আমার অন্তরের ইচ্ছাগুলোও নষ্ট হয়ে গেছে।
12. এই লোকেরা রাতকে দিন বানায়আর অন্ধকারের মধ্যে বলে, ‘আলো আসছে’।
13. যদি আমার ঘর হিসাবে আমি মৃতস্থানকে আশা করি,অন্ধকারের মধ্যে যদি আমার বিছানা পাতি,
14. মৃতস্থানকে যদি বলি, ‘তুমি আমার বাবা,’আর পোকাকে বলি, ‘আমার মা’ কিম্বা ‘আমার বোন,’
15. তাহলে আমার আশা কোথায়?আর আমার আশার পূর্ণতা কে দেখতে পাবে?
16. সেই আশা মৃতস্থানের দুয়ার পর্যন্ত নেমে যাবে না;আমার সংগে তা ধুলায় মিশে যাবে না।”