ইয়োব 17:12-16 পবিত্র বাইবেল (SBCL)

12. এই লোকেরা রাতকে দিন বানায়আর অন্ধকারের মধ্যে বলে, ‘আলো আসছে’।

13. যদি আমার ঘর হিসাবে আমি মৃতস্থানকে আশা করি,অন্ধকারের মধ্যে যদি আমার বিছানা পাতি,

14. মৃতস্থানকে যদি বলি, ‘তুমি আমার বাবা,’আর পোকাকে বলি, ‘আমার মা’ কিম্বা ‘আমার বোন,’

15. তাহলে আমার আশা কোথায়?আর আমার আশার পূর্ণতা কে দেখতে পাবে?

16. সেই আশা মৃতস্থানের দুয়ার পর্যন্ত নেমে যাবে না;আমার সংগে তা ধুলায় মিশে যাবে না।”

ইয়োব 17