3. তোমাদের এই একটানা বাতাসের মত কথাবার্তাকখনও কি শেষ হবে না?তোমাদের কিসে পেয়েছে যে, তোমরা তর্ক করেই চলেছ?
4. তোমাদের অবস্থা যদি আমার মত হততবে আমিও তোমাদের মত কথা বলতে পারতাম,তোমাদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতামআর তোমাদের দেখে মাথাও নাড়াতে পারতাম।
5. কিন্তু আমি তা করতাম না, বরং আমার মুখ তোমাদের উৎসাহ দিত;আমার মুখের সান্ত্বনার কথা তোমাদের আরাম দিত।
6. “কথা বললেও আমার যন্ত্রণা কমে না;চুপ করে থাকলেও তা দূর হয় না।
7. হে ঈশ্বর, তুমি তো আমাকে ক্ষয় হতে দিয়েছ;আমার গোটা সংসারটাকে তুমি ধ্বংস করে ফেলেছ।