1. তখন উত্তরে ইয়োব বললেন,
2. “আমি এই রকম কথা অনেক শুনেছি;কি রকম কষ্ট-দেওয়া সান্ত্বনাকারী তোমরা সবাই!
3. তোমাদের এই একটানা বাতাসের মত কথাবার্তাকখনও কি শেষ হবে না?তোমাদের কিসে পেয়েছে যে, তোমরা তর্ক করেই চলেছ?
4. তোমাদের অবস্থা যদি আমার মত হততবে আমিও তোমাদের মত কথা বলতে পারতাম,তোমাদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতামআর তোমাদের দেখে মাথাও নাড়াতে পারতাম।