29. সে আর ধনী থাকবে না,তার ধন-সম্পত্তি স্থায়ী হবে না,আর তার হাজার হাজার পশুও থাকবে না।
30. সে অন্ধকার এড়াতে পারবে না;সে এমন গাছের মত হবেযার ডালপালা আগুনের শিখায় পুড়ে যাবে;ঈশ্বরের মুখের শ্বাসে সে উড়ে যাবে।
31. বাজে জিনিষের উপর বিশ্বাস করে সে যেন নিজেকে না ঠকায়,কারণ সে তার বদলে কিছুই পাবে না।