22. তার কোন আশা নেই যে, সে অন্ধকার থেকে পালিয়ে আসতে পারবে;তার জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু।
23. সে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়আর জিজ্ঞাসা করে তা কোথায়।সে জানে যে, অন্ধকারের দিনটা কাছে এসে গেছে।
24. দুর্দশা ও মনের কষ্ট তাকে ভয় দেখায়আর শক্তিশালী রাজার মতই তাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হয়,
25. কারণ সে ঈশ্বরকে ঘুষি দেখায়আর সর্বশক্তিমানের বিরুদ্ধে বড়াই করে।
26. মোটা ও শক্ত ঢাল নিয়েঘাড় শক্ত করে সে ঈশ্বরের বিরুদ্ধে এগিয়ে যায়।
27. “তার মুখ চর্বিতে মোটা হয়ে গেছেআর কোমর মোটা হয়েছে মাংসে।
28. সে ধ্বংস হয়ে যাওয়া শহরে বাস করে;যে ঘরে কেউ থাকে না,যে ঘর ধ্বংসস্তূপ হবার জন্য তৈরী হয়ে আছে,সেখানে সে বাস করে।
29. সে আর ধনী থাকবে না,তার ধন-সম্পত্তি স্থায়ী হবে না,আর তার হাজার হাজার পশুও থাকবে না।
30. সে অন্ধকার এড়াতে পারবে না;সে এমন গাছের মত হবেযার ডালপালা আগুনের শিখায় পুড়ে যাবে;ঈশ্বরের মুখের শ্বাসে সে উড়ে যাবে।