2. “কোন জ্ঞানী লোক কি এইভাবে অনর্থক কথা বলবেকিম্বা পূবের গরম বাতাস দিয়ে পেট ভরাবে?
3. সে কি বাজে কথা দিয়ে তর্ক করবেনা কি মূল্যহীন কথা বলবে?
4. কিন্তু তুমি তো ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করা ছেড়ে দিয়েছআর ঈশ্বরের কাছে প্রার্থনা করাও কমিয়ে দিয়েছ।
5. তোমার পাপের জন্যই তুমি এইভাবে কথা বলছআর কথা বলছ চালাক লোকদের মত।
6. আমি নই, কিন্তু তোমার নিজের মুখই তোমাকে দোষী করছে;তুমি তোমার নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দিচছ।
7. “মানুষের মধ্যে কি তুমিই প্রথমে জন্মেছ?পাহাড়ের জন্মের আগে কি তোমার জন্ম হয়েছিল?
8. ঈশ্বরের পরিকল্পনার কথা কি তুমি শুনেছ?তুমি কি একাই সমস্ত জ্ঞানের অধিকারী?
9. তুমি এমন কি জান যা আমরা জানি না,আর এমন কি বোঝ যা আমরা বুঝি না?
10. আমাদের মধ্যে এমন একজন আছেন যাঁর চুল পেকেছে, যিনি বৃদ্ধ;তাঁর বয়স তোমার বাবার বয়সের চেয়েও বেশী।
11. ঈশ্বরের দেওয়া সান্ত্বনা কি তোমার পক্ষে যথেষ্ট নয়?সেই কথা তো নরমভাবে তোমাকে বলা হয়েছে।
12. তোমার অন্তর কেন তোমাকে দূরে সরায়?তোমার চোখ কেন রাগে জ্বলে ওঠে?