ইয়োব 15:10-22 পবিত্র বাইবেল (SBCL)

10. আমাদের মধ্যে এমন একজন আছেন যাঁর চুল পেকেছে, যিনি বৃদ্ধ;তাঁর বয়স তোমার বাবার বয়সের চেয়েও বেশী।

11. ঈশ্বরের দেওয়া সান্ত্বনা কি তোমার পক্ষে যথেষ্ট নয়?সেই কথা তো নরমভাবে তোমাকে বলা হয়েছে।

12. তোমার অন্তর কেন তোমাকে দূরে সরায়?তোমার চোখ কেন রাগে জ্বলে ওঠে?

13. এতে তো তুমি ঈশ্বরের বিরুদ্ধে রাগ করছআর ঐ সব কথা তোমার মুখ থেকে বের করছ।

14. মানুষ কি যে, সে খাঁটি হতে পারে?স্ত্রীলোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কি যে, নির্দোষ হতে পারে?

15. ঈশ্বর যদি তাঁর দূতদের উপর বিশ্বাস রাখতে না পারেন,তাঁর চোখে যদি আকাশও খাঁটি না হয়,

16. তাহলে মানুষ, যে জঘন্য ও খারাপএবং জলের মত মন্দতা খায়, সে মোটেই খাঁটি হতে পারে না।

17. “আমার কথা শোন, আমি তোমাকে বুঝিয়ে বলি;আমি যা দেখেছি তা আমি তোমাকে বলব।

18. জ্ঞানী লোকেরা তা তাঁদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলেনআর তা সবই প্রকাশ করেছিলেন।

19. কেবল তাঁদের হাতেই দেশটা দেওয়া হয়েছিল,কোন বিদেশী তাঁদের জ্ঞানে ভেজাল দেয় নি।

20. দুষ্ট লোক সারা জীবন যন্ত্রণা ভোগ করে;নিষ্ঠুরেরা যতদিন বেঁচে থাকবে ততদিনই যন্ত্রণা ভোগ করবে।

21. তার কানে ভয় জাগানো শব্দ ঢুকবে;যখন সব কিছুই ভাল চলছে বলে মনে হবেতখন লুটেরারা তাকে আক্রমণ করবে।

22. তার কোন আশা নেই যে, সে অন্ধকার থেকে পালিয়ে আসতে পারবে;তার জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু।

ইয়োব 15