2. সে ফুলের মত ফুটে ওঠে তারপর শুকিয়ে যায়;সে ছায়ার মত চলে যায়, আর থাকে না।
3. এই রকম একজনের উপর কি তোমার চোখ পড়েছে?বিচারের জন্য কি তুমি আমাকে তোমার সামনে আনবে?
4. অশুচি থেকে কেউ কি শুচি কিছু তৈরী করতে পারে?কেউ পারে না।
5. মানুষের আয়ু স্থির করা আছে;তুমি তার মাসের সংখ্যা ঠিক করে রেখেছ;তার সীমা তুমি ঠিক করেছ, সে তা পার হতে পারে না।
6. কাজেই তার দিক থেকে তুমি তোমার চোখ ফিরাও,তাকে বিশ্রাম দাও;দিন-মজুরের মতই তাকে তার সময় কাটাতে দাও।
7. “গাছেরও আশা আছে;সেটা কেটে ফেললেও আবার গজাবে,তা থেকে আবার নতুন ডাল বের হবে।
8. মাটির মধ্যে তার শিকড় পুরানো হয়ে যায়,তার গোড়া মাটিতে মরে যায়।
9. তবুও জলের গন্ধ পেলে তা আবার গজায়;নতুন চারার মতই আবার তার ডালপালা বের হয়।
10. কিন্তু মানুষ মরলে সে শেষ হয়ে যায়;সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোথায় যায়?
11. হ্রদের জল যেমন শুকিয়ে যায়আর নদী যেমন মরে যায়,