19. জল যেমন পাথরকে ক্ষয় করেআর জলের স্রোত মাটি ধুয়ে নিয়ে যায়,তেমনি করে তুমি মানুষের আশাকে ধ্বংস কর।
20. তুমি চিরকালের জন্য তাকে দমন কর, আর সে চলে যায়;তার চেহারা বদলে দিয়ে তুমি তাকে দূর করে দাও।
21. তার ছেলেরা সম্মানিত হলে সে জানতে পারে না;তারা অসম্মানিত হলেও সে তা দেখতে পায় না।