ইয়োব 14:10-14 পবিত্র বাইবেল (SBCL)

10. কিন্তু মানুষ মরলে সে শেষ হয়ে যায়;সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোথায় যায়?

11. হ্রদের জল যেমন শুকিয়ে যায়আর নদী যেমন মরে যায়,

12. তেমনি মানুষ মরলে আর ওঠে না;আকাশ শেষ হয়ে না যাওয়া পর্যন্ত সে আর জাগবে না,সে মরণ-ঘুম থেকে জেগে উঠবে না।

13. “আহা, তুমি যদি আমাকে মৃতস্থানে লুকিয়ে রাখতে,তোমার ক্রোধ চলে না যাওয়া পর্যন্ত গুপ্ত রাখতে,তারপর আমার জন্য একটা সময় ঠিক করে আবারআমাকে মনে করতে!

14. মানুষ মরে কি আবার জীবিত হবে?যদি হয়, তবে আমার কঠিন পরিশ্রমের সব দিনগুলোতেআমি নতুন হয়ে উঠবার জন্য অপেক্ষা করব।

ইয়োব 14