25. যে পাতা বাতাসে ওড়ে তাকে কি তুমি ভয় দেখাবে?শুকনা তুষের পিছনে কি তুমি তাড়া করবে?
26. তুমি তো আমার বিরুদ্ধে তেতো কথা লিখছ,আমার যৌবনের পাপের ফল আমাকে ভোগ করাচ্ছ।
27. তুমি আমার পায়ে বেড়ী দিয়েছ;আমার সমস্ত পথের উপর তুমি কড়া নজর রেখেছআর আমার পায়ের ধাপের সীমা বেঁধে দিয়েছ।