ইয়োব 13:22-27 পবিত্র বাইবেল (SBCL)

22. তারপর তুমি আমাকে ডেকো, আমি উত্তর দেব,কিম্বা আমাকে কথা বলতে দাওআর তুমি তার উত্তর দিয়ো।

23. বল, আমার অন্যায় আর পাপ কি?আমার দোষ ও পাপ আমাকে দেখিয়ে দাও।

24. কেন তুমি মুখ লুকিয়ে রাখছআর আমাকে শত্রু বলে ভাবছ?

25. যে পাতা বাতাসে ওড়ে তাকে কি তুমি ভয় দেখাবে?শুকনা তুষের পিছনে কি তুমি তাড়া করবে?

26. তুমি তো আমার বিরুদ্ধে তেতো কথা লিখছ,আমার যৌবনের পাপের ফল আমাকে ভোগ করাচ্ছ।

27. তুমি আমার পায়ে বেড়ী দিয়েছ;আমার সমস্ত পথের উপর তুমি কড়া নজর রেখেছআর আমার পায়ের ধাপের সীমা বেঁধে দিয়েছ।

ইয়োব 13