14. কেন আমি নিজেকে বিপদে ফেলবআর আমার প্রাণকে হাতে রাখব?
15. তিনি যদি আমাকে মেরেও ফেলেনতবুও তাঁর উপর আমি আশা রাখব;আমি নিশ্চয়ই তাঁর সামনে আমার পক্ষে কথা বলব।
16. সেটাই হবে আমার রক্ষার উপায়,কারণ কোন দুষ্ট লোক তাঁর সামনে আসতে পারবে না।
17. আমার কথাগুলো মন দিয়ে শোন;আমি যা বলছি তা তোমাদের কানে যাক।
18. আমার পক্ষে যা বলবার তা আমি এখন ঠিক করেছি,তাই আমি জানি যে, আমি নির্দোষ বলে প্রমাণিত হব।
19. কেউ কি আমার বিরুদ্ধে নালিশ জানাতে পারে?পারলে আমি নীরবে মারা যাব।
20-21. “হে ঈশ্বর, আমাকে কেবল এই দু’টা জিনিষ দাও:আমার উপর থেকে তোমার হাত দূরে সরিয়ে নাও,আর তোমার ভয়ংকরতা দিয়ে আমাকে আর ভয় দেখিয়ো না;তাহলে আমি তোমার কাছ থেকে নিজেকে লুকাব না।
22. তারপর তুমি আমাকে ডেকো, আমি উত্তর দেব,কিম্বা আমাকে কথা বলতে দাওআর তুমি তার উত্তর দিয়ো।
23. বল, আমার অন্যায় আর পাপ কি?আমার দোষ ও পাপ আমাকে দেখিয়ে দাও।
24. কেন তুমি মুখ লুকিয়ে রাখছআর আমাকে শত্রু বলে ভাবছ?