10. তোমরা যদি গোপনে একচোখামি করতাহলে নিশ্চয়ই তিনি তোমাদের বকুনি দেবেন।
11. তাঁর মহিমা কি তোমাদের ভয় জাগায় না?তাঁর ভয়ংকরতা দেখে কি তোমরা ভয় পাও না?
12. তোমাদের নীতি কথাগুলো যেন চলতি কথার ছাইয়ের গাদা;তোমাদের তর্কের কথাগুলো কাদার মত নরম।
13. “তোমরা চুপ করে থাক, আমাকে কথা বলতে দাও;তারপর আমার যা হবার তা-ই হোক।
14. কেন আমি নিজেকে বিপদে ফেলবআর আমার প্রাণকে হাতে রাখব?
15. তিনি যদি আমাকে মেরেও ফেলেনতবুও তাঁর উপর আমি আশা রাখব;আমি নিশ্চয়ই তাঁর সামনে আমার পক্ষে কথা বলব।
16. সেটাই হবে আমার রক্ষার উপায়,কারণ কোন দুষ্ট লোক তাঁর সামনে আসতে পারবে না।