ইয়োব 13:1-11 পবিত্র বাইবেল (SBCL)

1. “আমি এই সব নিজের চোখে দেখেছিআর নিজের কানে শুনে তা বুঝেছি।

2. তোমরা যা জান আমিও তা জানি;আমি তোমাদের চেয়ে নীচু নই।

3. কিন্তু আমি সর্বশক্তিমানের সংগে কথা বলতে চাই,ঈশ্বরের সংগে আমার ব্যাপার নিয়ে তর্ক করতে চাই।

4. তোমরা তো সব কিছু মিথ্যা দিয়ে লেপে দিচ্ছ;তোমরা সবাই অপদার্থ ডাক্তার।

5. আহা, তোমরা সবাই যদি চুপ করে থাকতে!তোমাদের জন্য সেটাই হত বুদ্ধিমানের কাজ।

6. “এখন তোমরা আমার যুক্তি শোন;আমার তর্কের কথায় কান দাও।

7. ঈশ্বরের পক্ষ হয়ে কি তোমরা অন্যায় কথা বলবে?তাঁর হয়ে কি ছলনার কথা বলবে?

8. তাঁর পক্ষ হয়ে কি একচোখামি করবে?ঈশ্বরের হয়ে কি তর্ক করবে?

9. তিনি যদি তোমাদের পরীক্ষা করেনতবে কি তোমাদের ভাল হবে?মানুষকে যেমন ঠকানো যায়তেমনি করে কি তোমরা তাঁকেও ঠকাতে পারবে?

10. তোমরা যদি গোপনে একচোখামি করতাহলে নিশ্চয়ই তিনি তোমাদের বকুনি দেবেন।

11. তাঁর মহিমা কি তোমাদের ভয় জাগায় না?তাঁর ভয়ংকরতা দেখে কি তোমরা ভয় পাও না?

ইয়োব 13