7. “পশুদের জিজ্ঞাসা কর, তারা তোমাকে শিখাবে;আকাশের পাখীদের বল, তারাও তোমাকে বলে দেবে;
8. পৃথিবীকে বল, সে-ও তোমাকে শিখাবে;সাগরের মাছেরাও তোমাকে বলে দেবে।
9. এরা সবাই জানে সদাপ্রভুর শক্তিই এ সব করেছে।
10. তাঁরই হাতে সব প্রাণীদের জীবন রয়েছে;সব মানুষের নিঃশ্বাসও তাঁর হাতে আছে।
11. জিভ্ যেমন খাবারের স্বাদ নেয়তেমনি কানও কথার পরীক্ষা করে।