ইয়োব 12:18-21 পবিত্র বাইবেল (SBCL)

18. তিনি রাজার পোশাক কেড়ে নেনআর তাঁকে বন্দী করেন।

19. তিনি পুরোহিতদের পোশাক খুলে ফেলে তাদের বন্দী করেনআর যারা শিকড় গেড়ে বসে আছে তাদের উপ্‌ড়ে ফেলেন।

20. বিশ্বস্ত লোকদের মুখ তিনি বন্ধ করেনআর বুড়ো লোকদের বিবেচনা-শক্তি নষ্ট করেন।

21. তিনি উঁচু পদের লোকদের উপর ঘৃণা ঢেলে দেনআর শক্তিমানদের অস্ত্রহীন করেন।

ইয়োব 12