11. জিভ্ যেমন খাবারের স্বাদ নেয়তেমনি কানও কথার পরীক্ষা করে।
12. তোমরা বলে থাক, বুড়ো লোকদের কাছে জ্ঞান পাওয়া যায়আর দীর্ঘ জীবন বুদ্ধির যোগান দেয়।
13. “কিন্তু জ্ঞান ও শক্তি ঈশ্বরের;পরামর্শ ও বুদ্ধি তাঁরই।
14. তিনি ভাঙ্গলে আর তা গড়া যায় না;তিনি কাউকে জেলে আটক করলে খালাস করা যায় না।
15. তিনি জল বন্ধ করে রাখলে খরা হয়;তিনি তা খুলে দিলে দেশ ধ্বংস হয়।