1. তখন ইয়োব উত্তরে বললেন,
2. “তোমরা ভাব তোমরাই কেবল জ্ঞানী মানুষআর তোমাদের মৃত্যুর সংগে সংগে জ্ঞানও মরে যাবে।
3. কিন্তু তোমাদের মত আমারও বুদ্ধি আছে;আমি তোমাদের চেয়ে নীচু নই;তোমরা যা বলেছ তা কে না জানে?
4. আমি ঈশ্বরকে ডাকতাম আর তিনি আমাকে উত্তর দিতেন,তবুও আমার বন্ধুদের কাছে আমি একটা হাসির পাত্র হয়েছি;সৎ এবং নির্দোষ হলেও আমি এখন হাসির পাত্র ছাড়া আর কিছু নই।