17. তোমার জীবন হবে দুপুরের চেয়েও উজ্জ্বলআর অন্ধকার হবে সকালবেলার মত।
18. তোমার সাহস থাকবে, কারণ আশা আছে;চারদিকে তাকিয়ে তুমি নিরাপদে বিশ্রাম করবে;
19. তুমি শুয়ে পড়লে কেউ তোমাকে ভয় দেখাবে না।অনেক লোক তোমার কাছে দয়া চাইবে।
20. দুষ্টেরা কিন্তু উদ্ধারের আশায় মিথ্যাই তাকাবে,তারা কোন আশ্রয় পাবে না;শেষ নিঃশ্বাসই হবে তাদের আশা।”