12. বুনো গাধার বাচ্চা যেমন মানুষ হয়ে জন্মাতে পারে না,তেমনি বুদ্ধিহীন মানুষ জ্ঞানী হতে পারে না।
13. “কিন্তু যদি তুমি তোমার অন্তরটা সম্পূর্ণভাবে তাঁকে দিয়ে দাও,তাঁর দিকে তোমার হাত বাড়িয়ে দাও,
14. তোমার হাতে যে পাপ আছে তা দূর করে দাও,আর অন্যায়কে তোমার বাড়ীতে থাকতে না দাও,
15. তাহলে তুমি নিষ্কলংক হয়ে মাথা তুলবেআর ভয় না করে শক্ত হয়ে দাঁড়াবে।
16. তখন তোমার কষ্ট নিশ্চয়ই তুমি ভুলে যাবে,মনে হবে ওটা যেন কেবল বয়ে যাওয়া জল।
17. তোমার জীবন হবে দুপুরের চেয়েও উজ্জ্বলআর অন্ধকার হবে সকালবেলার মত।