10. তিনি এসে যদি তোমাকে জেলে বন্দী করেনআর বিচার-সভা বসান,তবে কে তাঁকে বাধা দিতে পারে?
11. তিনি ভণ্ড লোকদের নিশ্চয়ই চেনেন;মন্দ কিছু দেখলে তিনি কি তা লক্ষ্য করবেন না?
12. বুনো গাধার বাচ্চা যেমন মানুষ হয়ে জন্মাতে পারে না,তেমনি বুদ্ধিহীন মানুষ জ্ঞানী হতে পারে না।
13. “কিন্তু যদি তুমি তোমার অন্তরটা সম্পূর্ণভাবে তাঁকে দিয়ে দাও,তাঁর দিকে তোমার হাত বাড়িয়ে দাও,
14. তোমার হাতে যে পাপ আছে তা দূর করে দাও,আর অন্যায়কে তোমার বাড়ীতে থাকতে না দাও,
15. তাহলে তুমি নিষ্কলংক হয়ে মাথা তুলবেআর ভয় না করে শক্ত হয়ে দাঁড়াবে।