ইয়োব 11:1-7 পবিত্র বাইবেল (SBCL)

1. তখন নামাথীয় সোফর উত্তরে বললেন,

2. “এই সব কথার কি উত্তর দেওয়া হবে না?বাচালের কথা কি ঠিক বলে প্রমাণিত হবে?

3. তোমার এই বাজে কথা শুনে কি লোকে চুপ করে থাকবে?তুমি ঠাট্টা-বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?

4. তুমি ঈশ্বরকে বলছ, তোমার ধর্ম-বিশ্বাসে কোন খুঁত নেইএবং তাঁর চোখে তুমি খাঁটি।

5. আহা, ঈশ্বর যেন কথা বলেন,তোমার বিরুদ্ধে মুখ খোলেন

6. আর জ্ঞানের গোপন বিষয়গুলো তোমাকে জানান,কারণ জ্ঞানের অনেক দিক আছে।এটা জেনে রেখো, তোমার পাপ অনুসারেঈশ্বর তোমাকে শাস্তি দেন না।

7. ঈশ্বরের গুপ্ত বিষয়ের গভীরতা কতখানিতা কি তুমি বুঝতে পার?সর্বশক্তিমানের সীমা কতখানিতা কি তুমি তদন্ত করে দেখতে পার?

ইয়োব 11