5. মানুষের মতই কি তোমার দিনগুলো কাটে?তাদের মতই কি তোমার বছরগুলো কাটে?
6. তুমি কি সেজন্যই আমার দোষ খুঁজে বেড়াচছআর আমার পাপের তদন্ত করছ?
7. তুমি তো জান আমি দোষী নইআর তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।
8. “তোমারই হাত আমাকে গড়েছে, তৈরী করেছে;এখন তুমি কি ফিরে আমাকে ধ্বংস করবে?
9. মনে করে দেখ, মাটির পাত্রের মত করে তুমি আমাকে গড়েছ;এখন তুমিই কি আবার আমাকে ধুলার মত করবে?